বাসস্ট্যান্ডে একসাথে বসতে পারবে না ছেলে-মেয়ে। তাদের আলাদা বসাতে স্ট্যান্ডের বসার জায়গাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। আর কর্তৃপক্ষের এমন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক অভিনব প্রতিবাদ করেছেন সেখানকার ছাত্রছাত্রীরাও।
ছেলে-মেয়ে একে অপরের কোলে বসে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারা। ঘটনাটি ভারতের কেরালা রাজ্যের তিরুঅনন্তপুরম ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে ঘটেছে। ছবিটি পোস্ট করার পর পরই তা ভাইরাল হয়ে যায়। জানা যায়, তিরুঅনন্তপুরমের শ্রীকরমের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সবসময় ছাত্রছাত্রীদের ভিড় লেগেই থাকতো, তাই তাদের বসার ব্যবস্থা করতে সেখানে নতুন আসন যোগ করে কর্তৃপক্ষ।
তবে ছেলে-মেয়েকে আলাদা বসাতে সেখানে ৩টি ভাগ করা হয়। যা দেখে প্রতিবাদ করে শিক্ষার্থীরা। আর ছবিটি ভাইরাল হওয়ার পরেই বাসস্ট্যান্ডটি পরিদর্শনে আসেন সেখানকার মেয়র। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘যেভাবে আসনগুলোকে ৩ ভাগে ভাগ করা হয়েছে, তা উচিত হয়নি। কেরালার মতো একটি প্রগতিশীল রাজ্যে এমন দৃষ্টিভঙ্গি একটি খারাপ নিদর্শন।’ পরে তিনি ওই বাসস্ট্যান্ড পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।