ইউক্রেন যুদ্ধে নতুন করে সেনা মোতায়নের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ সিদ্ধান্তের বিরোধিতায় শুরু হয়েছে রাশিয়াজুড়ে বিক্ষোভ। এ ঘটানায় ১৩০০ জন যুদ্ধবিরোধী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে রাশিয়া পুলিশ।
গতকাল বুধবার (২১সেপ্টেম্বর) রুশ মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফো এ তথ্য জানায়। সংস্থাটি বলছে, এছাড়া ইরকুতস্ক এবং অন্য সাইবেরিয়ান শহরগুলোতেও কয়েক ডজন করে বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, বার্তা সংস্থা আল-জাজিরা জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এই সেনা সমাবেশের ঘোষণা দিয়েছেন। এরপরই অনেক রুশ নাগরিক দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাশিয়া থেকে বাইরের দেশে যাওয়ার বিমানের সকল টিকিট সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়।
সীমান্তগুলোতেও মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। গুগলে ‘কীভাবে রাশিয়া ছাড়বো’ এমন প্রশ্ন লিখে সার্চ করতে দেখা গেছে প্রচুর মানুষকে। যদিও ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছে রুশ আইনপ্রনেতা ও সাধারণ মানুষের একাংশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।