সরকারবিরোধী বিক্ষোভকারীদের চাপে চলতি মাসে প্রেসিডেন্ট গোটাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর অভিজ্ঞ রাজনীতিক পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্য রনিল বিক্রমাসিংহকে ওই পদে নিয়োগ পান। তারপর থেকে মন্ত্রিসভায় মোট ১৩ জন নতুন সদস্যকে নিয়োগ দিলেন তিনি।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশটির মন্ত্রিপরিষদে আরও ৯ সদস্য নিয়োগ দিয়েছেন। শুক্রবার (২০) তিনি ওইসব সদস্যকে শপথবাক্য পাঠন করান।

এক্ষেত্রে তিনি বন্দর, নৌ ও বেসামরিক সেবা বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন নিমাল সিরিপালা ডি সিলভাকে। শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সুশিল প্রেমাজায়ান্থা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কেহেলিয়া রামবুকওয়েলা। এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি মিরর। এতে আরও জানানো হয়- আইন, কারাগার ও সংবিধান সংশোধন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বীজেয়াদাসা রাজাপাকসে।

পর্যটন ও ভূমি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হারিন ফার্নান্দো। প্লান্টেশন ইন্ডাস্ট্রিজ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রমেশ পাথিরানা। শ্রম এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী হয়েছেন মানুশা নানায়েক্কারা। ট্রেড, কমার্স ও খাদ্য নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন নলিন ফার্নান্দো।