ইউক্রেনে নৃশংসতার জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহরে বেসামরিক নাগরিকদের ওপর সংঘটিত নির্যাতন ও নৃশংসতার চিত্র প্রকাশ্যে আসার পর এই আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, “এই লোক (পুতিন) নৃশংস। আমি মনে করি তিনি একজন যুদ্ধাপরাধী।” রুশ বাহিনী কর্তৃক এই নৃশংসতা ঘটানো হয়েছে বলে অভিযোগ ওঠার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে।

তবে এটিকে ইউক্রেন কর্তৃক সংঘটিত ‘নাটক’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। দেশটির দাবি, নৃশংসতার ছবি ইউক্রেন মঞ্চস্থ করেছে।

এদিকে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা প্রমাণ সংগ্রহের জন্য বুচায় যাওয়া আন্তর্জাতিক প্রসিকিউটরদের একটি দলকে সমর্থন করছেন।

সূত্র: বিবিসি