মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে, চীন ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে অ-প্রাণঘাতী (নন লেথাল) সামরিক সহায়তা প্রদান করছে। ঘটনার সাথে পরিচিত চার মার্কিন কর্মকর্তার মতে, বাইডেন প্রশাসন উদ্বিগ্ন কারণ, চীন রাশিয়াকে প্রাণঘাতী (লেথাল) সহায়তা পাঠানোর কথাও বিবেচনা করছে।
ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে চীন। তবে রাশিয়াকে নিন্দা জানানো থেকে বিরত থেকেছে বেইজিং। উল্টো যুদ্ধের জন্য ‘পশ্চিমা উসকানি’কে দায়ী করেছে।
যুক্তরাষ্ট্র মনে করছে, চীন রাশিয়াকে কিছু সহায়তা দিয়েছে। যার মধ্যে যুদ্ধ সম্পর্কে রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণা এবং যুদ্ধ সম্পর্কে মস্কোর মিথ্যা অজুহাত প্রচার করা উল্লেখযোগ্য। মার্কিন কর্মকর্তারা চীনের অ-প্রাণঘাতী সামরিক সহায়তা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে অস্বীকার করেছেন। তবে তারা বলেছেন, আসন্ন গ্রীষ্মে চীন রাশিয়াকে ইউনিফর্ম বা বডি আর্মারের মতো সমরাস্ত্র সহযোগিতা দিতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।