যুক্তরাষ্ট্রের আকাশে নজরদারি বেলুন উড়িয়ে মার্কিন সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে চীন—এমন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। তিনি বলেন, চীনের এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিঙ্কেন দেশটিতে আসন্ন সফর বাতিলও করেছেন। খবর বিবিসির।
এ বিষয়ে চীন জানিয়েছে, বেলুনটি আবহাওয়া নির্ণয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে চলে গেছে।
পেন্টাগন বলছে, মার্কিন আকাশের পর লাতিন আমেরিকায় আরও একটি চীনের নজরদারি বেলুন শনাক্ত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কে ফোন করে চীন সফর বাতিল করেছেন অ্যান্থনি ব্লিঙ্কেন। ফোনে তিনি বলেন, মার্কিন আকাশে বিমান নজরদারি বিমান উড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে চীন। এরপর আর দেশটিতে সফর কোনো গুরুত্ব বহন করে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।