দিন দিন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের খ্রিস্টান ধর্ম ত্যাগ করার প্রবণতা বেড়েই চলেছে। আর এমনটা চলতে থাকে তাহলে ২০৭০ সালের মধ্যে সংখ্যালঘু গোষ্ঠীতে পরিণত হতে পারে যুক্তরাষ্ট্রের খ্রিস্টানরা। সম্প্রতি ওয়াশিংটন ভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় উঠে এসেছে এমনি তথ্য।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ানে এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে,পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত গবেষণার ফলাফলে দেখা গেছে, সাম্প্রতিক প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টানরা সংখ্যালঘু গোষ্ঠীতে পরিণত হতে পারে। আগামী ৫০ বছরে আমেরিকায় ধর্ম চর্চা কেমন হবে তা নির্ধারণ করতে সমীক্ষাটি চালায় মার্কিন সংস্থাটি।
পিউ তার গবেষণার জন্য চারটি ভিন্ন পরিস্থিতি তৈরি করেছে। গবেষণার ফলাফলে পিউ বলছে, বর্তমানে খ্রিস্টান ধর্মে বেড়ে ওঠা প্রায় এক তৃতীয়াংশ মার্কিনি ৩০ বছরে পৌঁছানোর আগেই খিস্ট্র ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ধর্মটি ত্যাগ করে। আর অতিরিক্ত সাত শতাংশ ৩০ বছর বয়সের পরে ধর্মটি ত্যাগ করে।
এমন পরিস্থিতি চলতে থাকলে ২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪৬ শতাংশ খিস্ট্র ধর্মে থাকবে। অন্যদিকে ৪১ শতাংশ মার্কিনির কোনো ধর্ম থাকবে না। এর মানে যুক্তরাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ হিসেবে থাকবে না খ্রিস্টধর্ম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।