![The number of deaths due to corona has increased worldwide, and the number of infected has decreased](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/08/corona.jpeg)
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। এ সময়ে বিশ্বে নতুন করে মাত্র ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৫১ জন।
করোনার শুরু থেকে বিশ্বে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৫৪৭ জনে। অন্যদিকে মৃত্যুর সংখ্যা ৬৫ লাখ ৬০ হাজার ৪২৯ জন।
গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়াতে, এরপরই আছে যুক্তরাষ্ট্র।
আর শনাক্ততে শীর্ষে রাশিয়া এরপরই আছে তাইওয়ান। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (৯ অক্টোবর) এ তথ্য জানা গেছে।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশটিতে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭৭৭ জন।
ফ্রান্সে এ সময়ে ৫৭ হাজার ২৭০ জন শনাক্ত হলেও মৃত্যু শূন্য।
ফলে ইউরোপের এ দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৫ হাজার ৪২২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৬২৭ জন।
ইতালিতে গত একদিনে ৬০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৭১৬ জন। জাপানেও শনাক্তের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা বেশি।
অন্যদিকে রাশিয়াতে এ সময়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ২০ হাজার ৫৭১ জন। তাইওয়ানে ৪৪ হাজার ৫৩৪ জনের দেহে করোনা শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৭৬ জনের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।