নিজের ৩ শিশু সন্তানকে ফ্লাইওভার থেকে ফেলে দেয়ার পর নিজেও সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক বাবা। এতে দুই শিশু নিহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যায় পাঁচ বছর বয়সী আরেক শিশু। গুরুতর আহত অবস্থায় সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
গত ২ আগস্ট (সোমবার) মালয়েশিয়ার দেসা জায়া এলাকায় এ ঘটনা ঘটে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে জানানো হয়, এক সন্তানকে কোলে করে ফ্লাইওভারে হেঁটে যান ওই ব্যক্তি। তখন অন্য দুই সন্তান তার সঙ্গে হেঁটে যাচ্ছিলেন। তিন সন্তানকে ছুঁড়ে ফেলে দেয়ার কিছুক্ষণ পর ঝাঁপ দেন ওই ব্যক্তি নিজেও। ভূমি থেকে সেখানের উচ্চতা ছিল ২০ মিটার।
এ ঘটনায় ওই ব্যক্তি ছাড়াও নিহত হয়েছে ৮ বছর বয়সী এক মেয়ে ও ছয় থেকে সাত বছর বয়সী এক ছেলে। আর পাঁচ বছর বয়সী অপর ছেলে ২০ মিটার উঁচু থেকে পড়েও বেঁচে যায়। শিশুটি ঘাসের ওপর পড়ায় বেঁচে গেলেও মারাত্মক আহত অবস্থায় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।