সমালোচনার মুখে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। পার্টিতে অংশ নিয়ে নাচগান করার একটি ভিডিও প্রকাশ হওয়ার পর বিরোধীসহ জোট সরকারের তোপের মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত হতে তাকে স্বেচ্ছায় মাদক পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছে বিরোধীরা।

জোট সরকারের নেতাদেরও কেউ কেউ একই কথা বলছেন। তবে পার্টিতে মাদক গ্রহণের অভিযোগ অস্বীকার করে পরীক্ষা করাতে আপত্তি নেই বলে জানিয়েছেন মারিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সান্না ও তার বন্ধুদের একটি পার্টিতে নাচতে ও গাইতে দেখা গেছে।

তার বন্ধুদের মধ্যে ফিনল্যান্ডের সংগীতশিল্পী আলমাসহ কয়েকজন তারকা ছিলেন। এ নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েন মারিন। তারা দাবি করেছেন যেন তার মাদক পরীক্ষা করা হয়। তবে ৩৬ বছর বয়সী মারিন মাদক গ্রহণের কথা অস্বীকার করে বলেন, তিনি শুধু অ্যালকোহল পান করেছেন। পার্টি করার তথ্য গোপন করেন না মারিন।

প্রায়ই বিভিন্ন সংগীত উৎসবে তাকে ছবি তুলতে দেখা যায়। গত সপ্তাহে জার্মান সংবাদমাধ্যম বিল্ডের তালিকায় ‘কুলেস্ট্র প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড’ হয়েছেন মারিন।