ভারতে ইলেকট্রিক স্কুটারের একটি শো রুমে আগুন লেগে আট জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়েছে,
সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে একটি ইলেকট্রিক স্কুটারের শো রুমে আগুন লাগে। পরে তা রেস্তোঁরা ও ভবনে ছড়িয়ে পড়ে।
আরোও পড়ুন: মনের শান্তির জন্য ৫৩টি বিয়ে আব্দুল্লাহর
নাগেশ্বরীতে শ্যালিকাকে হত্যার দ্বায়ে দুলাভাই গ্রেফতার
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, ইলেকট্রিক স্কুটারের শো রুমে বেশ কিছু স্কুটার চার্জে দেওয়া ছিলো। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় ২৪ জন সেখানে আটকা পড়েছিলেন।
দমকলকর্মীরা মই ও অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে অংশ নেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।