করোনাভাইরাস নিয়ন্ত্রণের জাপান যে সীমান্তনীতি নিয়েছিল সেটি আরও সহজ করতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে বক্তৃতাকালে এমনটি জানিয়েছেন।
জাপানের প্রধানমন্ত্রী জানান, আগামী ১১ অক্টোবর থেকে পর্যটকরা ভিসা ছাড়াই দেশটিতে যেতে পারবেন। এর জন্য ট্রাভেল এজেন্সির সাহায্য নিতে হবে না। গত দুই যুগের মধ্যে ইয়েনের বিনিময় হার সর্বনিন্মে অবস্থান করছে। এই সময়ে জাপানের পর্যটন খাত পুনরুদ্ধারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জাপান মহামারি শুরু হওয়ার পর থেকে কঠোরতম সীমান্ত নীতি বজায় রেখেছে। গত জুন থেকে ধীরে ধীরে বিদেশিদের জন্য সীমান্ত খুললেও সংশ্লিষ্টরা বলছেন, তা যথেষ্ট নয়। কিশিদা জানান, মে মাসে করা অঙ্গীকার অনুসরণ করে জাপান সীমান্ত নিয়ন্ত্রণকে অন্যান্য গ্রুপ অব সেভেন দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।