আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় পাকিস্তানের শীর্ষ তদন্তকারী সংস্থা ‘ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি’র (এফআইএ) পর পর দুটি নোটিশের জবাব না দেয়ায় গ্রেফতার হতে পারেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার (১৯ আগস্ট) ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে দ্বিতীয় নোটিশ পাঠায় এফআইএ। কিন্তু ওই নোটিশের কোনো জবাব দেননি সাবেক পাক প্রধানমন্ত্রী। তৃতীয় নোটিশের জবাবও যদি না দেন তাহলে গ্রেফতার হতে পারেন তিনি।
জানা গিয়েছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন, বেলজিয়ামে পাঁচটি সংস্থার হদিস পেয়েছেন তদন্তকারীরা। তারা জানতে পেরেছেন যে, ওই পাঁচ সংস্থা থেকে ইমরানের দলে অর্থ সরবরাহ করা হয়েছিল। পাক নির্বাচন কমিশনের কাছে দেয়া হলফনামায় এইসব তথ্য গোপন করা হয়েছে। এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।