ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৩০ এমকেআই’ অস্ট্রেলিয়ার এয়ার ফোর্সের উত্তর অঞ্চলে ডারউন ঘাঁটির দিকে একটি সামরিক মহড়াতে (পিচ ব্ল্যাক ২০২২) অংশ নিতে যাচ্ছিল। মাঝ আকাশে উড্ডয়নরত অবস্থায় ভারতীয় বিমান বাহিনীর জ্বালানির প্রয়োজন হয়।

তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেয় ফ্রান্সের বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনী একটি টুইটে লিখেছে, ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান অস্ট্রেলিয়ার এয়ার ফোর্সের একটি সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছিলো। এমন সময় মাঝপথে জ্বালানি প্রয়োজন হয়।

ঠিক সেই মুহূর্তে এগিয়ে আসে ফরাসি বিমান বাহিনী। তাই দেশটির বিমান বাহিনীর বন্ধুদের আন্তরিক ধন্যবাদ। ফরাসি ভাষাতেও এ ধন্যবাদ জানানো হয়। এ নিয়ে টুইট করেছে ফরাসি বিমান বাহিনী।

তারা লিখেছে- একটি সামরিক মহড়ায় অংশ নেয়ার আগে ভারতীয় বিমান বাহিনীর ‘সুখোই এসইউ-৩০ এমকেআই’ যুদ্ধবিমানকে জ্বালানি দিয়েছে ফরাসি বিমান বাহিনীর এ৩৩০ ফিনিক্স। ভারতীয় বিমান বাহিনীর কোন যুদ্ধবিমানকে এই প্রথম আকাশপথে সহায়তা করা হলো।