সুরাপ্রেমীদের জন্য স্বস্তির খবর। পুজা সামনে রেখে আপাদত মদের দাম বাড়ছে না ভারতে। পশ্চিমবঙ্গের আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে রাজ্যে বিলিতি মদের দাম বাড়তে পারে। দর বাড়তে পারে রাম, হুইস্কি, ভদকা, জিন- এসবেরই।
তবে বুধবার (১৪ সেপ্টেম্বর) জানা গেছে, দাম এখনই বাড়ানো হচ্ছে না। দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। পুজা গেলে দাম বাড়ানো হতে পারে বলেই মনে করছেন আবগারি দপ্তরের কর্মকর্তারা। গত বছরে বিলিতি মদের দাম অনেকটাই কমেছিল রাজ্যে।
২০২১ সালের ১৬ নভেম্বর থেকে ভারতে তৈরি বিলিতি মদের দাম কমানো হয়েছিল। সেই দাম ১৫ সেপ্টেম্বর থেকে বাড়ানো হতে পারে বলেই খবর ছিল আবগারি দপ্তর সূত্রে। সূত্র জানায়, অনেক দিন ধরেই মদ উৎপাদনকারীরা দাম বাড়ানোর কথা বলছিলেন।
কিন্তু বাজার পড়ে যাওয়ার সম্ভাবনায় তাতে অনুমতি দেয়নি আবগারি দপ্তর। এবার সেই স্বাধীনতা দেয়া হয়েছে। রাজ্যের সব মদ উৎপাদনকারীকেই তাদের নিজস্ব ব্র্যান্ডের উৎপাদনমূল্য কতটা বাড়বে, তা জানাতে বলা হয়েছিল। তার ভিত্তিতেই নতুন দাম ঠিক করা হবে বলে জানায় ওই সূত্র।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।