জর্জিয়ায় একটি স্কি রিসোর্টে আটকে এক বিদেশি পর্যটককে উদ্ধার করতে যাওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর ৮ আরোহীর প্রাণহানি হয়েছে।
গতকাল শুক্রবার (২৯ জুলাই) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জর্জিয়ার উত্তরাঞ্চলে গুদাওরি স্কি রিসোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা আনাদোলুরের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভাখতাং গোমেলাউরি বলেন, দুর্ভাগ্যবশত উদ্ধার করতে যাওয়া হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ৮ আরোহী মারা গেছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
এক বিদেশি পর্যটককে উদ্ধার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই পর্যটকও নিহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এ হতাহতের ঘটনায় জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিভাশভিলি একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এ ঘটনায় প্রতিবেশী দেশ তুরস্ক শোক প্রকাশ করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।