হংকংয়ের অন্যতম বিখ্যাত প্রতীক ভাসমান রেস্তোরাঁ ‘জাম্বো ফ্লোটিং রেস্টোরান্ট’ শেষ পর্যন্ত আক্ষরিক অর্থেই ডুবে গেল। করোনায় ব্যবসা একেবারে পড়ে যাওয়ায় প্রায় পঞ্চাশ বছর ধরে পরিচালিত রেস্তোরাঁটি কয়েকদিন আগেই বন্দর থেকে দূরে সরিয়ে নেওয়া হয়।

বিশাল রেস্তোরাঁটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়ার পথে দক্ষিণ চীন সাগরের কোনো জায়গায় ডুবে গেছে বলে এর পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘অ্যাবারডিন রেস্টোরান্ট এন্টারপ্রাইজেস’ জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, তারা এ ‘ঘটনায় খুব ব্যথিত। তবে কোনো কোনো কর্মী এতে আহত হয়নি। কভিড-১৯ মহামারির জেরে ২০২০ সালের মার্চ মাসে রেস্তোরাঁটি বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন: মৌসুমীর নতুন একটি সিনেমা ‘ভাঙন’ সরকারি অনুদান পেয়েছে

 

রানি দ্বিতীয় এলিজাবেথ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, অভিনেতা টম ক্রুজ এবং ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসনসহ ৩০ লাখের বেশি অতিথি বছরের পর বছর ধরে এর চীনা ধাঁচের খাবার খেয়েছেন বলে মনে করা হয়।

বন্দরের একটি সুপরিচিত পর্যটন প্রতীক ছিল চীনা রাজপ্রাসাদের মতো দেখতে রেস্তোরাঁটি। একটি জেমস বন্ড ছবিসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে রেস্তোরাঁটিকে দেখা গিয়েছে। এ মাসের মাঝামাঝি হংকংয়ের অ্যাবারডিন বন্দর এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়া হয় ‘জাম্বো ফ্লোটিং রেস্টোরান্ট কে। একাজে ব্যবহার করা হয় কয়েকটি টাগবোট।

‘জাম্বো ফ্লোটিং রেস্টুরেন্ট’ আর ‘তাই পাক ফ্লোটিং রেস্টুরেন্ট’ মিলে গড়ে উঠেছিল হংকংয়ের অ্যাবারডিন বন্দর এলাকার ‘জাম্বো কিংডম’। এর মধ্যে ‘জাম্বো’কে বন্দর থেকে সরিয়ে নেওয়ার সময় একে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আর তার পরিণতিই বা কী হবে, তা নিয়ে কিছু বলা হয়নি।