চলমান বৈশ্বিক মন্দার মধ্যে ভারতের অবস্থা দিন দিন খারাপের দিকে। গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে ভারতে মূল্যস্ফীতি। বুধবার (১২ অক্টোবর) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতের পরিসংখ্যান মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা গেছে, এক বছর আগের চেয়ে গত মাসে মূল্যস্ফীতি বেড়েছে ৭.৪ শতাংশ। যদিও ব্লুমবার্গের পূর্বাভাসে বলা হয়েছিল এই সময় মূল্যস্ফীতি হতে পারে ৭.৩৬ শতাংশ।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, আগস্টে খাদ্যের দাম ৭.৬২ শতাংশ বেড়েছে। একই সময়ে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বেড়েছে ১০.৭৮ শতাংশ।
পোশাক ও জুতার দাম বেড়েছে ৯।৯১ শতাংশ, এছাড়াও আবাসনের দাম বেড়েছে ৪.০৬ শতাংশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।