ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। বাসটিতে মোট ৪০ জনের মতো যাত্রী ছিলেন। তারা সবাই বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন।

বুধবার (৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৪ অক্টোবর) ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গাড়ওয়ালে সিমদি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরাখণ্ডের পুলিশ প্রধান অশোক কুমার বলেন, ‘ধুমকোটের বিরখাল এলাকায় গতকাল রাতে ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ ও এসডিআরএফ রাতেই ২১ জনকে উদ্ধার করেছে, আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এদিকে এনডিটিভি বলছে, মঙ্গলবার গভীর রাতে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ২১ জনকে উদ্ধার করেছে। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।