মায়ের বিরুদ্ধে চুরির অভিযোগ জানাতে থানায় গেলো ছোট্ট শিশু। শিশুটির অভিযোগ তার প্রিয় চকলেট চুরি করে নিয়েছেন মা। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।
সমাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে, ভারতের হায়দ্রাবাদের একটি পুলিশ ফাঁড়ির বাইরে বসে সাদা কাগজে মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র লিখছে ওই শিশুটি।
কাগজে ফুটে উঠছে তার কাঁচা হাতের লেখা। থানায় অবশ্য সে একা আসেনি। সঙ্গে পেয়েছে তার বাবাকেও। সংবাদমাধ্যমের কাছে গোটা ঘটনা খুলে বলেন ওই শিশুর বাবা। তিনি বলেন, চোখে কাজল পরিয়ে দেয়ার সময় টাল-বাহানা করছিল ছেলে।
সে সময় ছেলের গালে হাত দিয়ে আদর করেছিলেন তার মা। তবে কি শিশুটির অভিযোগ মিছে? ছেলের চকলেট চুরি করেননি তার মা? এ প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। যদিও খুদের কাণ্ড দেখে হাসির রোল উঠেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।