ভারতের পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনকালে পানিতে ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কিন্তু প্রতিমা বিসর্জনকালে হঠাৎ করে নেমে আসা পাহাড়ি ঢালে আটকা পড়েন অনেকে।

এসময় বিসর্জনের গাড়িও নদীতে আটকে পড়ে। পরে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রবল পাহাড়ি ঢল এখনও অব্যাহত রয়েছে। তাই উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।