ইউক্রেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কিয়েভ সরকার। এর অংশ হিসেবে ইরানের রাষ্ট্রদূতের কাছ থেকে ইউক্রেন সরকার পরিচয়পত্র প্রত্যাহার করে নিয়েছে। পাশাপাশি ইরানি দূতাবাসে কূটনীতিকের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক কমিয়ে ফেলবে দেশটি।
আরোও পড়ুন:
পরমাণু ব্যবহারে পুতিনকে হুঁশিয়ারি জো বাইডেনের
বদলগাছী গোবরচাঁপাহাট মহাবিদ্যালয় সংরক্ষিত পাশ করে লম্বা ছুটিতে
ইউক্রেন বলেছে, ইরানের ‘অবন্ধুসুলভ’ আচরণের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়ার কাছে ইরান কম্ব্যাট ড্রোন বিক্রি করেছে। রাশিয়ার গণমাধ্যম আরটি এবং আল-জাজিরা এই খবর দিয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মস্কোকে অস্ত্র সরবরাহ করে ইরান সরাসরি নিরপেক্ষ অবস্থানের সাথে সাংঘর্ষিক কাজ করেছে।
ইউক্রেনের সার্বভৌমত্ব ও এটি ভৌগোলিক অখণ্ডতার প্রতি অসম্মান এবং ইরানের শীর্ষ নেতারা যে কথা প্রকাশ্যে ঘোষণা করেন তার সাথে অস্ত্র বিক্রির পদক্ষেপ সংগতিপূর্ণ নয়।
ইউক্রেন আরও বলেছে, মস্কোর কাছে অস্ত্র বিক্রির এই দুঃখজনক ঘটনা ইরান ইউক্রেন সম্পর্কের জন্য বড় ধরনের বিপর্যয়। আমেরিকা ও পশ্চিমা গণমাধ্যমগুলো আগে থেকেই দাবি করে আসছিল যে, ইরান রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করেছে কিন্তু তেহরান তা সবসময় নাকচ করে আসছে।
সূত্র : পার্সটুডে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।