সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনে রোববার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। দামেস্কের কাফর সাউসা এলাকায় ইসরাইলের ওই হামলায় কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। খবর রয়টার্সের।
সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দামেস্কের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ইসরাইল এ রকেট হামলা চালিয়েছে। ইরানের একটি প্রতিষ্ঠানের সামনে ওই হামলা চালায় ইসরাইল। রাজধানীর প্রাণকেন্দ্র ইমায়াদ স্কোয়ারের সামনের একটি ভবনে ক্ষেপণাস্ত্রটি গিয়ে আঘাত হানে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।