২০১৯ সালে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের প্রেসিডেন্ট রাজধানীর নাম ‘আস্তানা’ বদলে ‘নূর-সুলতান’ নামে নামকরণ করেন৷ বিদায়ী প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের সম্মানে রাজধানীর নাম পরিবর্তন করা হয়েছিল৷
তবে তিন বছর পেরুতেই সেই পুরনো ‘আস্তানা’ নামেই আবার নামকরণ করা হয়েছে কাজাখস্তানেরর রাজধানীর নাম।
শনিবার প্রেসিডেন্ট কাসেম তোকায়েভ একটি আইন অনুমোদন করেন৷ যার মাধ্যমে রাজধানীর নাম ফের আস্তানা করা হয়েছে৷
তাছাড়া প্রেসিডেন্টের মেয়াদও কমিয়ে দেওয়া হয়েছে৷ আগে প্রেসিডেন্টের মেয়াদকাল ছিল পাঁচ বছর৷ কিন্তু একের অধিকবার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ ছিল৷
বর্তমান প্রেসিডেন্ট তোকায়েভ নতুন যে আইন করেছেন- তাতে একজন প্রেসিডেন্টের মেয়াদকাল হলো সাত বছর৷ কিন্তু প্রেসিডেন্ট একবারের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না৷ তার এই আইনটিতে বিপুল সমর্থন জানিয়েছেন বাকিরা৷
সূত্র: আল জাজিরা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।