আফগানিস্তানে ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার নয় বরং ঘুমের ওষুধ তুলে দিচ্ছে তাদের বাবা-মা। এতে করে শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। আবদুল ওয়াহাব নামে এক আফগান বিবিসিকে বলেন, আমাদের সন্তানরা কাঁদতেই থাকে, তারা ঘুমায় না। আমাদের কোনো খাবার নেই। তাই আমরা ফার্মেসিতে গিয়ে ট্যাবলেট নিয়ে আসি ও তাদের দিই, যাতে তারা তন্দ্রাচ্ছন্ন বোধ করে।

এতে আরও বলা হয়, ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা নেয়ার পর থেকেই দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না আফগানদের। অর্থের অভাবে অনেকে বিক্রি করে দিচ্ছে তাদের শরীরের অঙ্গ কিংবা নিজের কন্যা সন্তানকে। এমন ওষুধ শিশুদের সেবন করানোর ক্ষেত্রে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। এতে করে ক্ষুধার্ত শিশুদের লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মাথাঘোরা, ঝিমুনি এবং আচরণ অস্বাভাবিক হতে পারে বলে সতর্ক করছেন তারা।

বিবিসি আরও জানিয়েছে, আশ্রয়কেন্দ্রে থাকা বেশিরভাগ পরিবার প্রতিদিন কয়েকটি রুটি সবাই মিলে ভাগ করে খায়। অনেক সময় শুকনো রুটি নরম করার জন্য সারারাত পানিতে ভিজিয়ে রাখা হয়। জাতিসংঘ বলছে, আফগানিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় শুরু হয়েছে। খাবার কেনার অর্থ জোগাতে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ, এমনকি নিজের সন্তানকেও বিক্রি করছে অনেক পরিবার।