![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/Ukraine-1.jpg)
ন্যাটোভুক্ত দেশ বুলগেরিয়ায় দুইদিনের সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। দেশটির প্রধানমন্ত্রী কিরিল পেটকোভ ও প্রতিরক্ষামন্ত্রী ড্রাগোমিরি জাকোভের সঙ্গে দেখা করেন তিনি।
তবে লয়েডের সঙ্গে আলোচনায় বসার আগেই বুলগেরিয়ার প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ইউক্রেনে কোনো অস্ত্র পাঠাতে পারবে না বুলগেরিয়া। তবে ইউক্রেনে মানবিক সাহায্য পাঠাতে রাজি হয়েছেন তিনি।
বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের ওপর রাশিয়ার চাপিয়ে দেয়া এমন কঠিন যুদ্ধে ইউক্রেনের জন্য যা করার দরকার তার সবই করার চেষ্টা চালিয়ে যাবে বুলগেরিয়া।
তিনি আরও বলেন, কিন্তু এখন বুলগেরিয়ার পক্ষে ইউক্রেনে কোনো অস্ত্র পাঠানো সম্ভব নয় তার দেশের পক্ষে। এদিকে পূর্ব ইউরোপে অবস্থিত দেশগুলোতে সেনার সংখ্যা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই পশ্চিমা সামরিক জোট। এরই অংশ হিসেবে বুলগেরিয়াতেও আরও সেনা মোতায়েন করতে যাচ্ছে ন্যাটো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।