চলতি বছরের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করার লক্ষ্যমাত্রা নিয়ে নেপাল সরকার কাজ করেছে বলে জানিয়েছেন নেপাল জ্বালানি, পান সম্পদ ও সেচ সন্ত্রণালয়ের মন্ত্রী পাম্পা ভুসাল।
গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) নেপালের গণমাধ্যম খবরহাবের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন জ্বালানি মন্ত্রী পাম্পা ভুসাল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভুসাল বলেন, বর্তমানে শুধু ভারতেই বিদ্যুৎ রপ্তানি করছে নেপাল।
সরকার এই বছরের মধ্যে রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করতে কাজ করছে। নেপালের জ্বালানি মন্ত্রী বলেন, এখন আমরা বাংলাদেশেও বিদ্যুৎ রপ্তানি করব। উৎপাদন অংশীদারিত্বের বিষয়ে একটি চুক্তি হয়েছে। এ বছর থেকে বাংলাদেশে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।