বিশ্বজুড়েই চলছে তীব্র জ্বালানি সংকট। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউরোপের দেশগুলোতে এই সংকট চরম আকার ধারণ করেছে। আসন্ন শীতে এসব অঞ্চলে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

তাই তাই সাশ্রয়ে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করছে ইউরোপের দেশগুলো। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। প্যারিসের ঐতিহাসিক আইফেল টাওয়ারের বাতি এখন থেকে এক ঘণ্টার কিছু বেশি সময় আগেই নিভিয়ে ফেলার ঘোষণা দিয়েছে দেশটি।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্যারিসের মেয়র আনি দালগো জানান, প্রতিদিন যেসময় আইফেল টাওয়ারের বাতি নিভিয়ে ফেলা হয় তারও এক ঘণ্টার কিছু বেশি সময় আগেই তা নেভানো হবে। মূলত বিদ্যুৎ ও জ্বালানি বাঁচাতে আইফেল টাওয়ার প্রতিদিন কিছুটা বেশি সময় অন্ধকার থাকবে।