আগামী রোববার (১০ জুলাই) পবিত্র ইদুল আজহা পালিত হবে। এ উপলক্ষে রেলপথে ভ্রমণে ৩০ শতাংশ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (৭ জুলাই) দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহার তিন দিনে সারাদেশে সব ট্রেনের ভাড়ায় ৩০ শতাংশ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান রেলওয়ে। আগামী ১০ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত রিজার্ভেশন অফিস এবং স্টেশনগুলোতে এই ছাড় দেয়া হবে।
মেলান্দহে ঈদ-উল আজহা উপলক্ষে বিজিএফ এর চাউল বিতরণ
তবে ঈদ উপলক্ষে চালানো বিশেষ ট্রেনগুলোতে এই ডিসকাউন্ট পাওয়া যাবে না। মূলত প্রধান এবং শাখা লাইনে চলাচলকারী সকল ট্রেনের ভাড়ায় ৩০ শতাংশ ডিসকাউন্টের এই সুযোগ থাকবে।পাকিস্তান রেলওয়ের ইকোনমি ক্লাস,
এসি পার্লার, এসি স্লিপার, এসি বিজনেস এবং এসি স্ট্যান্ডার্ড ক্লাসে ভ্রমণের সময় ৩০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন যাত্রীরা। পাকিস্তান রেলওয়ের সাতটি বিভাগের বিভাগীয় সুপারিনটেনডেন্ট এবং বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত একটি নিয়মিত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।