এখন কেবল ইট-পাথরেই নয়, দখলদার ইসরাইলের বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরবরাহকৃত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিরোধ গড়তে শুরু করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। প্রথমবারের মতো ইসরাইলি জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হামাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে ইসরাইলি জঙ্গিবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট। সংবাদমাধ্যমে আল-আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, এর ফলে জঙ্গি বিমানগুলো ফিরে যেতে বাধ্য হয়।

লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি জঙ্গিবিমান লক্ষ্য করে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছেন।

এই প্রথম এ ধরণের অস্ত্র ব্যবহার করলো ফিলিস্তিনিরা। খান ইউনিস এলাকার কয়েকটি স্থানে একাধিক জঙ্গিবিমানের সাহায্যে হামলা চালায় দখলদার ইসরাইল।