ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে দুই সাংবাদিক আহত হয়েছেন। গতকাল বুধবার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর এক অভিযানের সময় এ হতাহতের ঘটনা ঘটে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘দখলদার (ইসরায়েলি) সেনাবাহিনীর ছোড়া গুলি মাথায় লেগে মারা যান’ ২১ বছর বয়সী আলা জাগাল।
ঘটনার প্রত্যক্ষদর্শী এএফপির একজন সাংবাদিক জানান, এ সময় সংঘর্ষে দুই সাংবাদিক আহত হন। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ওই দুই সাংবাদিক রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক ফিলিস্তিন টিভিতে কর্মরত।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সালমান আমরান (৩৫) নামে একজনকে গ্রেপ্তারের চেষ্টা করে তাদের বাহিনী। তিনি একজন হামাস সদস্য বলে দাবি তাদের। হামাসের হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকায় অতীতে তিনি কারাভোগ করেছিলেন।
বিবৃতিতে সেনাবাহিনী আরও বলেছে, ‘সন্দেহভাজনের বাসা ঘিরে ফেলে সেনারা। আবাসিক ভবনের ভেতরে ঘেরাও হয়ে পড়লে সেনাদের লক্ষ্য করে তিনি গুলি ছোড়েন।’ আমরান আত্মসমর্পণ করলে সংঘর্ষ বন্ধ হয়।
স্থানীয়রা জানান, পূর্ব নাবলুসের গ্রামটিতে একটি বাড়ি ঘেরাও করে ফেলে ইসরায়েলি সেনাবাহিনী।
খবর এএফপি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।