ত্রিপুরায় নতুন করে করোনাভাইরাস চোখ রাঙাচ্ছে। রাজ্যে প্রতিদিন বেড়েই চলছে করোনা সংক্রমিতের সংখ্যা। এ অবস্থায় নড়েচড়ে বসেছে প্রশাসন।

জনবহুল স্থানে মাস্ক পরিধানসহ কোভিড বিধি মেনে চলা বাধ্যতামূলক বলে নির্দেশনা জারি করা হয়েছে। তবে প্রশাসনের কড়া নির্দেশ সত্ত্বেও সচেতনতার অভাবে অনেকেই মাস্ক ছাড়া দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। রোববার (২৪ জুলাই) আগরতলা শহরে সদর মহকুমা শাসকের উদ্যোগে একটি দল পোস্ট অফিস চৌমুহনীতে সাধারণ নাগরিকদের সচেতন করার লক্ষ্যে মাঠে নামে। মাস্কবিহীন লোকদের জরিমানা করা হয়।

সদরের ডেপুটি কালেক্টর দেবব্রত রায় সাংবাদিকদের বলেন ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ মাস্ক পরে বেরুচ্ছে। অনেকে আবার মাস্ক সঙ্গে রাখলেও মুখে পরছেন না। যারা মাস্ক পরছেন না তাদের কাছ থেকে ২০০ রুপি করে জরিমান আদায় করা হচ্ছে। তিনি আরও বলেন, কর্মকর্তারা বিনীতভাবে তাদেরকে মাস্কের উপকারিতা সম্পর্কে পরামর্শ দেন। সবাইকে একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়তে হবে বলে জানানো হয়েছে।