পবিত্র হজ পালনে সৌদি পৌঁছেন বিভিন্ন দেশের হাজিরা। আকাশপথের পাশপাশি নৌপথ ও স্থলপথেও দেশটিতে প্রবেশ করছেন হজযাত্রীরা।
ইতিমধ্যে স্থলপথে এসেছেন পাশের দেশ ইরাকের ৮ হাজার হজযাত্রী। গতকাল শনিবার (১৮ জুন) সৌদির আল জাউফ অঞ্চলের আবু আজরাম সেন্টারে তাদের অভ্যর্থনা জানানো হয়। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্য ও মানবিক সেবার সমন্বিত কার্যক্রমে তাদের প্রবেশ নিশ্চিত করা হয়।
স্থলপথে আসা হজযাত্রীদের স্বাগত জানান- দামাতুল জান্দালের গভর্নর ড. তালাল মিশাল আল তিময়াত ও আবু আজরাম সেন্টারে প্রধান বদর বিন তারাদ আল শামরি। এসময় ফুল দিয়ে তাদের বরণ করে নেন স্বেচ্ছাসেবীরা। তাছাড়া প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও সহায়তার পাশাপাশি বিভিন্ন সেবা সংস্থার পক্ষ থেকে কোরআন ও গাইড বই বিতরণ করা হয়।
এদিকে গত শুক্রবার (১৭ জুন) জাহাজযোগে সুদান থেকে জেদ্দা ইসলামিক বন্দরে পৌঁছে হজযাত্রীদের প্রথম দলকে নিয়ে আসা আল আমানাহ জাহাজ। ১৫১৯ হজযাত্রীকে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানান বন্দরের প্রধান মাজেদ বিন রাফিদ আল আরকুবি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।