ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত এলাকায় একটি হাসপাতালে ইউক্রেনীয় বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার অভিযোগ, ওই হামলায় ১৪ জন নিহত হয়েছে এবং রোগী ও হাসপাতালের কর্মীসহ ২৪ জন আহত হয়েছে। আলজাজিরা জানিয়েছে, হাসপাতালে হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে রাশিয়া। এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেন অবশ্য কোনো মন্তব্য করেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণে থাকা নোভোইদার এলাকার একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে হামলাটি চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, পরিচিত এবং চালু থাকা বেসামরিক চিকিৎসা স্থাপনায় ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নিঃসন্দেহে কিয়েভ সরকার কর্তৃক সংঘটিত গুরুতর যুদ্ধাপরাধ। এই অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত সবাইকে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনতে হবে।

সূত্র: আলজাজিরা