গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে নানাভাবে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। ইউক্রেনে অস্ত্র সরবরাহের অভিযোগ এনে এবার গ্রিসকে তুলোধোনা করেছে রাশিয়া। খবর ইয়েনিসাফাকের।

 

মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, ‘কিয়েভে এস-৩০০ মডেলের ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে গ্রিস, যা রাশিয়া-গ্রিস সম্পর্কে ব্যাঘাত ঘটাবে। এর জন্য গ্রিসকে কঠিন ফল ভোগ করতে হবে।’

এ সময় মারিয়া আরও বলেন, ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে পরিস্থিতি সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে গ্রিস।’ এ সময় গ্রিসকে সতর্ক করে মারিয়া অস্ত্র সরবরাহের পরিকল্পনা বাতিল করার আহ্বান জানিয়েছেন।

এদিকে রাশিয়াকে ইরানের অস্ত্র সরবরাহের ব্যাপারে তিনি বলেন, এসব মিথ্যা এবং সম্পূর্ণ গুজব। স্বার্থান্বেষী একটি দল এসব তথ্য ছড়িয়েছে।