ইউক্রেনের অধিকৃত মারিউপোলের বন্দরে আরেকটি জাহাজ নিয়ে এসেছে রাশিয়া। জাহাজটিতে লোহা বোঝাই করে রাশিয়ায় নিয়ে যাওয়া হবে বলে বন্দর কর্তৃপক্ষের এক প্রতিনিধির বরাত রুশ সংবাদ সংস্থা তাস শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে। খবর আল জাজিরার। মারিউপোল পুরোপুরি দখল করার পর শহরটির সমুদ্র বন্দরে এই নিয়ে দ্বিতীয়বারের মতো রুশ জাহাজ প্রবেশ করল।
এর আগে গত মাসের শেষের দিকে মারিউপোল পুরোপুরি দখল করার পর শহরটির সমুদ্র বন্দরে প্রথমবারের মতো প্রবেশ করে রুশ জাহাজ। জাহাজটি লোহা বোঝাই করে আবার রাশিয়া ফিরে যায়।
অবশ্য ইউক্রেন রুশ জাহাজে লোহা বোঝাই করে নেওয়াকে ‘লুট’ বলে অভিহিত করেছে। এমনকি ইউক্রেন থেকে ‘লুট’ করা লোহা তুরস্ক কিনেছে বলেও অভিযোগ করেছে কিয়েভ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।