ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রেমেনচাকে একটি শপিং সেন্টারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের শপিং সেন্টারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ‘ইউরোপীয় ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ সন্ত্রাসী কর্মকাণ্ড’। এ ঘটনার নিন্দা করেছেন জেলেনস্কি।
শপিং সেন্টারে রুশ হামলাকে ন্যক্কারজনক অভিহিত করে নিন্দা জানিয়েছেন জার্মানিতে সম্মেলনে অংশ নেওয়া শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ নেতারা। গতকাল সোমবার এ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। জি৭ জোটের নেতারা যৌথ বিবৃতিতে বলেছেন, নিরপরাধ বেসামরিক মানুষের ওপর এভাবে নির্বিচার হামলা যুদ্ধাপরাধের শামিল।
জেলেনস্কি বলেছেন, গতকাল বিকেল ৪টার দিকে যখন হামলা হয়, তখন ব্যস্ত ওই শপিং সেন্টারে এক হাজার মানুষ ছিল। রাশিয়ার কাছে ওই শপিং সেন্টারের কোনো কৌশলগত মূল্য নেই এবং দখলদার রুশ বাহিনীর জন্য এটা কোনো হুমকি হিসেবে দেখা দেয়নি। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন দেখে দখলদাররা ক্ষুব্ধ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।