ভারতের বৃহত্তম রাজ্য উত্তএ প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে অভিযান চালিয়ে ৪ কেজি ১২০ গ্রাম ‘তিমির বমি’ (অ্যাম্বারগ্রিস) জব্দ করেছে পুলিশ। এই পরিমাণ অ্যাম্বারগ্রিসের বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯০ লাখ টাকা।
পাচারের উদ্দেশ্য অবৈধভাবে অ্যাম্বারগ্রিস রাখার দায়ে ৪ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) লক্ষ্ণৌ পুলিশের এক টুইটবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
হিন্দিতে লেখা সেই টুইটবার্তার বাংলা অনুবাদ করা হলে বার্তাটি হয় এমন, ‘গত ০৫/০৯/২০২২ তারিখে লক্ষ্ণৌয়ের গোমতিনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪ কেজি ১২০ গ্রাম অ্যাম্বারগ্রিস উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় মুদ্রায় এই পরিমাণ অ্যাম্বারগ্রিসের মূল্য ১০ কোটি রুপি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।