ভূমিকম্পের এক সপ্তাহ পরেও উত্তর-পশ্চিম সিরিয়ার বাসিন্দারা প্রয়োজনীয় ত্রাণ পাচ্ছেন না। এমনকি উদ্ধার তৎপরতা চালানোর জন্য তারা ভারী সরঞ্জাম পাচ্ছেন না। বুধবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর জিন্দিরেসে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে অবশিষ্ট মৃতদেহ অপসারণ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার কাজের জন্য তারা ভারী সরঞ্জামের জন্য আবেদন করছেন। তবে তারা এখনও এ ধরনের কোনও সরঞ্জাম পাননি। আল জাজিরার সংবাদদাতা বলেছেন, ‘দক্ষিণ তুরস্কের সীমান্তের ওপারে নিখোঁজ জীবিতদের এখনও জীবিত পাওয়া যাচ্ছে এবং ধ্বংসাবশেষ থেকে টেনে আনা হচ্ছে। কিন্তু এখানে উত্তর-পশ্চিম সিরিয়ায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা পঞ্চম দিনে বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ উদ্ধারকারীদের কাছে এমন সরঞ্জাম ছিল না যা দিয়ে উদ্ধার কাজ চালানো সম্ভব।’

শহরের বাসিন্দারা জানিয়েছেন, তাদেরকেই উদ্ধার কাজ চালাতে হয়েছে। এলান আহমেদ নামের এক বাসিন্দা একটি ধ্বংসস্তূপের দিকে ইশারা করে বলেন, ‘আমরা সবজি বিক্রেতা, আমাদের বাড়ির নিচে আমার দোকান ছিল এবং এখন আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। আমরা রাস্তায় ঘুমাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ আমাদের সাহায্য করছে না।’