![থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সরকারি দায়িত্ব থেকে বরখাস্ত করলেন আদালত](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/08/dkk687-25.jpg)
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সরকারি দায়িত্ব থেকে বরখাস্ত করলেন আদালত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সরকারি দায়িত্ব থেকে বরখাস্ত করলেন আদালত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে তার সরকারি দায়িত্ব থেকে বরখাস্ত করেছে দেশটির শীর্ষ আদালত।
বুধবার (২০ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদের সীমার বিষয়ে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ জন্য ২৪ আগস্ট থেকে প্রায়ুতের সব সরকারি দায়িত্ব স্থগিত করেছে আদালত।
আদালত বলেছে, বিরোধীদের করা আবেদনের গ্রহণযোগ্যতা থাকায় সর্বসম্মতভাবে সেটি পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে আদালতের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে দেশটির প্রধান বিরোধীদলের করা আবেদনের বিষয়ে চূড়ান্ত রায় কবে ঘোষণা করা হবে সেটি পরিষ্কার নয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।