পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। শুধু শনিবার (২৭ আগস্ট) একদিনেই মারা গেছেন ১২০ জন।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরি সংস্থার কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। বন্যাকবলিত অঞ্চলে জরুরি সেনা মোতায়েনের দাবি জানিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি সবচেয়ে খারাপ সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। প্রদেশগুলোতে তিন কোটির বেশি মানুষ এখন পানির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।
বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। এদিকে দেশটিতে এমন পরিস্থিতি মোকাবিলায় বন্যাকবলিত অঞ্চলে জরুরি অবস্থা জারির পাশাপাশি সেনা মোতায়েনের দাবি জানিয়েছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে জরুরি সেবায় কর্মরতদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।