মার্কিন নাগরিক কাইল জর্ডি মাত্র ৩০ বয়সেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ৫০ সন্তানের বাবা হয়েছেন। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। বাবা হওয়ার এই অগ্রযাত্রা থামাতে চান না এই যুবক।
কাইলের দাবি, শিগগিরই আরও ১৫ সন্তানের বাবা হতে চলেছেন তিনি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, কাইল মূলত নিয়মিত শুক্রাণু দান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাইল জানিয়েছেন, শুক্রাণু দান করাই তার নেশা। বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও কাইলের দাবি, মাঝেমধ্যেই অনলাইনে বিভিন্ন দেশ থেকে সন্তানধারণে ইচ্ছুক নারীরা যোগাযোগ করেন তার সঙ্গে।
তবে বছর দুয়েক ধরে কেবল ফিলিপিন্সের একটি নির্দিষ্ট ক্লিনিকেই নিজের শুক্রাণু দান করছেন তিনি। আইভিএফ পদ্ধতিতে তার শুক্রাণু ব্যবহার করে ওই ক্লিনিকটি। এদিকে কাইলের দাবি নিজের সব সন্তানকেই সমান ভালোবাসেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।