জাতীয় জরুরি সেবার মাধ্যমে অ্যাম্বুল্যান্স ডেকে মায়ের জীবন বাঁচিয়েছে চার বছর বয়সী অস্ট্রেলীয় এক শিশু। ওই শিশুর নাম মন্টি ককার। কীভাবে অ্যাম্বুল্যান্স ডাকতে হয় তা একদিন আগেই মায়ের কাছ থেকে শেখে মন্টি।
গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ার জাতীয় জরুরি সেবা ০০০ নম্বরে কল করে অপারেটরকে মন্টি বলে, ‘মা পড়ে গেছে।’ খবরটি নিশ্চিত করেছে বিবিসি। মার্ক স্মল নামে একজন প্যারামেডিক বলেন, গত ২৭ আগস্ট মন্টি আমাদের ফোন দিয়ে বলে ‘মা পড়ে গেছে’।
এরপর আমরা খোঁজ নিয়ে যখন ওই ঠিকানায় পৌঁছাই, মন্টি তখন জানালার সামনেই দাঁড়িয়ে ছিল। আমাদের দেখতে পেয়েই হাত নাড়তে থাকে সে। এমনকি আমরা বাড়ির ভেতরে গেলে মন্টি খুব শান্তভাবে অ্যাম্বুলেন্সের জাতীয় জরুরি সেবা নম্বর কর্মীদের কাজ করতে সাহায্য করেছিল। তার মা ওয়েন্ডি খিঁচুনিতে আক্রান্ত হয়েছিল।
ওই প্যারামেডিক আরও বলেন, মন্টি ‘দ্রুত চিন্তা বড় পার্থক্য’ তৈরি করেছে। কারণ কেউ যদি পড়ে যাওয়ার মাথায় আঘাত পান বা কারও যদি দীর্ঘস্থায়ী খিঁচুনি থাকে, তাহলে এটি বেশ গুরুতর হতে পারে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তাসমানিয়ার লঞ্চেস্টনের বাড়িতে গিয়ে মন্টির হাতে প্রশংসাপত্র তুলে দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।