বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের ৮০ ডলারের নিচে নেমে গেছে। শুক্রবার (৬ জানুয়ারি) অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি ৭৮ দশমিক ৮২ ডলার।

যার অর্থ জ্বালানির দাম ২০২১ সালের ডিসেম্বর পর্যায়ে নেমে এসেছে। খবর রয়টার্স। এর আগে, ৩ জানুয়ারি ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৮৩ ডলার, যা গত একমাসের তুলনায় সর্বোচ্চ।

তারও আগে ৭ ডিসেম্বর ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭৭ ডলার। সেই হিসেবে গত এক মাসে জ্বালানির দাম ৭৭ থেকে ৮৩ এর ঘুরপাক খাচ্ছে।