অপরিশোধিত তেলের শীর্ষ ভোক্তা চীন। দীর্ঘদিন ‘জিরো কোভিড’ নীতি মেনে চলা দেশটিতে বর্তমানে জ্বালানি তেলের চাহিদা বাড়ছে। এতে বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়বে। এমন আশায় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৪২ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৮০ ডলারের পৌঁছেছে।
এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪৮ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক শূন্য ৭ ডলার হয়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) জানিয়েছে, ২০২৩ সালে অপরিশোধিত তেলের দৈনিক চাহিদা বেড়ে দাঁড়াবে ২ মিলিয়ন ব্যারেলে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।