শ্রীলঙ্কার পর পাকিস্তানেও দেখা দিয়েছে অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি। দেশের শোচনীয় অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে প্রয়োজনে নিজের জামা-কাপড় বিক্রি করে জনগণকে কম দামে আটা খাওয়াাবেন।

রোববার (২৯ মে) রাতে পাঞ্জাবের থাকারা স্টেডিয়ামের এক বৈঠকে এ ঘোষণা দেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র বরাতে আরও জানা যায়, খাদ্যপণ্যের মূল্যে কিছুটা স্বস্তি আনতে খাইবার পাখতুনখোওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খানকে আটার দাম কমানোর পরামর্শ দেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ।

তিনি বলেন, ‘যদি ২৪ ঘণ্টার মধ্যে ১০ কেজির আটার বস্তার দাম কমিয়ে ৪০০ রুপি না করা হয়, তবে আমার জামা-কাপড় বেচে সেই অর্থ দিয়ে মানুষকে কম দামে আটা খাওয়াবো’।

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘দেশকে তিনি সর্বোচ্চ মুদ্রাস্ফীতি ও বেকারত্ব উপহার দিয়ে গেছেন। দেশকে অর্থনৈতিক সংকটের মুখে ফেলে গেছেন ইমরান খান’।