২০৩৫ সালের মধ্যে নতুন গ্যাসচালিত যানবাহন বিক্রি নিষিদ্ধ করবে ওয়াশিংটন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এমন ঘোষণা দিল যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যটি। ওয়াশিংটনের গভর্নর জে ইনসলি এ ঘোষণা দেন।

শনিবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানায়েছে দ্য গার্ডিয়ান। এর আগে ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্সেস বোর্ড (সিএআরবি) ঘোষণা দেয়, ২০২৬ সালের মধ্যে অঙ্গরাজ্যটিতে বিক্রি হওয়া নতুন গাড়ির ৩৫ শতাংশ বিদ্যুচ্চালিত, হাইব্রিড কিংবা হাইড্রোজেনচালিত হতে হবে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ৬৮ এবং ২০৩৫ সালের মধ্যে এটি ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সিএআরবির।

তবে ওয়াশিংটন অঙ্গরাজ্যের সুনির্দিষ্ট নীতি এখনো তৈরি করা হয়নি। অঙ্গরাজ্যটিতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের ৪০ শতাংশেরও বেশি দায়ী পরিবহন খাত। ২০২০ সালে সেখানকার আইনপ্রণেতারা ক্যালিফোর্নিয়ার নিঃসরণ মান অনুসরণ করে একটি আইন পাস করেছিলেন। চলতি বছর তারা ২০৩০ সালের মধ্যে নতুন জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি বিক্রি বন্ধের লক্ষ্য নির্ধারণ করেছে।