২০২১ সালে বিশ্বের ৫৩টি দেশের প্রায় ১৯৩ মিলিয়ন মানষ অনাহারে-আধপেটে দিনগুজরান করছে বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার (৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফুড অ্যান্ড এগ্রিকালচার অরগানাইজেশন-এফএও)।
প্রতিবেদনে জানায়, ২০২১ সালে বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতার শিকার হয়েছিল কোটি কোটি মানুষ। এই পরিস্থিতির জন্য দায়ী করা হয়েছে সংঘর্ষ, আবহাওয়ার চমর অবস্থা, করোনাভাইরাসের মহামারি।
তিনটি একত্রে বিষাক্ত ট্রিপল সমন্বয় হিসাবে চিহ্নিত করেছে জাতিসংঘ। আফগানিস্তান, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ইয়েমেনসহ বেশ কয়েকটি দেশ দীর্ঘস্থায়ী সংঘাতের সম্মুখীন হয়েছে।
এসব দেশেই সব থেকে বেশি মানুষ আধপেট খেয়ে রয়েছে। চলমান এ খাদ্য সংকটের মধ্যেই ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর ‘খাদ্যগুদাম’ খ্যাত ইউক্রেনের যুদ্ধ। ফলে নতুন করে আরও বড় সমস্যার সামনে পড়তে চলেছে বিশ্ব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।