হাম্পব্যাক তিমিদের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান লুইস ওবিস্পো বে। দেশ-বিদেশের বহু পর্যটক ওই তিমিদের দেখার জন্য আসেন। এলাকাটিতে কায়াকের মধ্যে বসে একটি হাম্পব্যাক তিমির মাছ শিকার দেখছিলেন দুই বন্ধু। মাছের ঝাঁক তাড়া করতে করতে হঠাৎ তাদের খুব কাছে চলে আসে ওই তিমিটি।

মাছের ঝাঁকটি তখন ওই কায়াকের একেবারে নিচে চলে আসে। সেই ঝাঁককে শিকার করতে গিয়ে নৌকাসমেত দুই বন্ধুকেও গিলে নেয় তিমিটি। ভয়ানক সেই ঘটনার ভিডিও নেট মাধ্যমে প্রকাশিত হয়েছে। এলাকার বন্ধু ম্যাকস রলির বাড়িতে ঘুরতে এসেছিলেন লিজ কট্রিয়েল।

লিজকে একপ্রকার জোর করেই তিমিদের বিচরণক্ষেত্রে নিয়ে গিয়েছিলেন ম্যাকস। দুজন বেশ আনন্দেই তিমির মাছ শিকার দেখছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা। বরাতজোরে বেঁচে যাওয়া ম্যাকস সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে শিউরে উঠছিলেন। তিনি বলেন, আমাদের খুব কাছে তিমি ঘোরাফেরা করছিল।

তার পরই দেখলাম আমি আর লিজ কায়াকসমেত হঠাৎ পানি থেকে কয়েক ফুট উঁচুতে উঠে গিয়েছি। তার পরই সব অন্ধকার। তিমির মুখটা বন্ধ হচ্ছিল, আর আমরা ভেতরে চলে যাচ্ছি! খুব কাছ থেকে যেন মৃত্যু দেখছিলাম। একটু পরেই আবার গলা থেকে নৌকাসহ দুই বন্ধুকে উগরে দেয় তিমিটা। প্রাণে বেঁচে যান তারা।