যুক্তরাষ্ট্রের কালোরাডোয় মাঝ আকাশে দুটি ছোট বিমানের মুখোমুখি সংঘর্ষের পর আছড়ে পড়ার ঘটনায় ৩ জন মারা গেছেন। গতকাল শনিবার (১৭ সেপ্টম্বর) সকালের দিকে ডেনভারের ৩০ মাইল উত্তরে বোল্ডার কাউন্টির ওপরে এই দুটি বিমান সংঘর্ষে জড়ায়, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।
রোববার (১৮ সেপ্টেম্বর) বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে ফোন পায়। যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২ অন্যটি সোনেক্স জেনোস। কী কারণে সংঘর্ষ হয়েছে, তদন্তকারীরা তা খতিয়ে দেখা হচ্ছে।
কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, ২ বিমান কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে সংঘর্ষে জড়ায়। হালকা বিমানগুলো এই ধরনের বিমানবন্দর ব্যবহার করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।